Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ পাথরের খনি ধোপাগুল! উদ্ধার আরও ৫০ হাজার ঘনফুট

admin

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
অবৈধ পাথরের খনি ধোপাগুল! উদ্ধার আরও ৫০ হাজার ঘনফুট

স্টাফ রিপোর্টার:
পরিত্যাক্ত পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধারের পর এবার আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার হলো সিলেট সদরের ধোপাগুল থেকে।

শনিবারের (৩০ আগস্ট) অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। তাকে সহায়তা করেন র‌্যাব সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করেছেন। এগুলো সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার ধোপাগুল ও লালবাগ এলাকার ৫টি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছিল।

সাদাপাথর লুুটের পর থেকে প্রায়ই এই এলাকা থেকে পাথর উদ্ধার হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন