
জৈন্তাপুর সংবাদদাতা :
সিলেটের জৈন্তাপুর সীমান্তে নারীসহ ২জন বাংলাদেশি নাগরিককে পুশইনের সময় আটক করেছে বিজিবি। শনিবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে লালাখাল-বাঘছড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় স্থানীয় জনতা তাদের আটক করে পরবর্তীতে বিজিবির কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলেন, খুলনা জেলার দিঘলীয়া থানার মাধবপুর গ্রামের মৃত মোতালেব ফকির এর ছেলে হাসানুল ফকির (৫৮) ও তার স্ত্রী মোছা. আম্বিয়া (৩৫)।
জানা যায়, শনিবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার ১৩০২ এর ৪ নম্বর সাব পিলারের লালাখাল-বাঘছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় একজন নারী ও একজন পুরুষকে আটক করেন স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটলিয়নের লালাখাল বিওপির সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে তাদের জৈন্তাপুর থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘পুশইনকৃত ২ জন নাগরিক বাংলাদেশের। তারা ১০ বছর পূর্বে ভারতে পাড়ি জমান। শনিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে তাদেরকে সীমান্তের ১৩০২ এর ৪ নম্বর সাব পিলারের লালাখাল-বাঘছড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার