Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রান্নাঘরে ঝুল ছিলেন সুনামগঞ্জের তরুণী

admin

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
রান্নাঘরে ঝুল ছিলেন সুনামগঞ্জের তরুণী

শান্তিগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই তরুণীর নাম জুলেখা বেগম (১৮)। তিনি আফজল হোসেনের স্ত্রী ও সিরাজ উদ্দিনের মেয়ে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে পরিবারের অগোচরে নিজ বসতঘরের পেছনে রান্নাঘরে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইরফানুর রহমানের নেতৃত্বে এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন