
হবিগঞ্জ সংবাদদাতা:
অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের প্রায় দেড়শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার একটি এনজিওর চেয়ারম্যান ও কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটির চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল এবং কর্মকর্তা গোবিন্দ কৈরি। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাদের প্রতিষ্ঠান কার্যালয় থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা।
সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে মঈন উদ্দিন বেলাল ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে শ্বশুরের জমিতে ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি’ নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এরপর কর্মী নিয়োগ দিয়ে চা-বাগান ও আশপাশের এলাকায় চালানো হয় প্রচারণা—‘প্রতি লাখে প্রতি মাসে ২ হাজার টাকা মুনাফা’। এই লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজারের বেশি মানুষ তাদের জমানো টাকা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন। কেউ কেউ গরু-ছাগল, এমনকি জমি বিক্রি করেও টাকা জমা দেন। প্রথম দিকে কিছু গ্রাহককে মুনাফা দিলেও গত তিন বছর ধরে বন্ধ রয়েছে আসল ও সুদ ফেরত। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ভুক্তভোগীরা।
সুরমা গ্রামের ভুক্তভোগী মানিক মিয়া জানান, টাকা ফেরত না পাওয়ার কষ্টে তার বাবা আরজু মিয়া মারা যান।
এনজিও পরিচালনার সঙ্গে জড়িত পরিচালক সায়েম ও সালমান, তাদের মা আমেনা বেগম এবং ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন বর্তমানে পলাতক রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, ‘প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের পরোয়ানা অনুযায়ী দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের আটকে অভিযান চলছে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার