Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি: ডাকসু ভিপি প্রার্থী আবিদুল

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:১১ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:১১ অপরাহ্ণ

ফলো করুন-
যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি: ডাকসু ভিপি প্রার্থী আবিদুল

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি।” ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সাইবার হামলা ও আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে ভোটপ্রক্রিয়ায় প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

আবিদুল বলেন, “কেন্দ্রে প্রার্থীদের প্রবেশাধিকার থাকা সত্ত্বেও রিটার্নিং অফিসারদের কিছু অপপ্রচারে জড়িত থাকার অভিযোগ এসেছে। শিক্ষার্থীরা আগে থেকেই পূরণ করা ব্যালটের তথ্য দিয়েছে। দুটি কেন্দ্রে এমন অভিযোগ এসেছে, তাই আরও কেন্দ্রে থাকতে পারে।”

তিনি আরও জানান, বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ক্যাম্পাসে ঘোরাঘুরি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১২টি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এই নির্বাচনে ৩৯,৮৭৪ জন ভোটার অংশ নিয়েছেন। ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে, এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!