
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে আপন ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন তার চাচা রেনু মিয়া। এই ঘটনায় অভিযুক্ত চাচা ‘রেনু মিয়া’কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাথীন ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় বলেশ্বর গাড়ীতে অভিযান পরিচালনা করে ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় আপন চাচাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক্তিয়ারপুর এলাকার মৃত মো. আব্দুল আলীর ছেলে মো. রেনু মিয়া (৫৫)।
ঘটনার বিবরণে জানা যায় যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মো. রেনু মিয়ার ছোট মেয়ে ভিকটিম মোছা. সুমাইয়া আক্তার এক্তিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। ভিকটিমের বাবার সাথে তার চাচা রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই প্রেক্ষিতে গত ১৬ জুন সন্ধ্যা আনুমানিক পৌণে ৭টার দিকে ভিকটিমের বাড়ি থেকে তার চাচা জয়নাল মিয়ার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে দুর্বৃতরা তাকে ধারালো দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অতঃপর তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নরসিংদী পৌঁছালে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে জানা যায় যে, ভিকটিমের আপন চাচা প্রতিবেশীকে ফাঁসাতে তার আপন ভাতিজিকে কুপিয়ে হত্যা করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল সোমবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাথীন ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় বলেশ্বর গাড়ীতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-১৬, তারিখ-১৮/০৬/২৫ ইং ধারা- ৩০২/৩৪ পেনালকোড-১৮৬০; এর মূলে তদন্তে প্রাপ্ত প্রতিবেশিকে ফাঁসাতে আপন ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় আপন চাচাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার