Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর

admin

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর

স্টাফ রিপোর্টার:
পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারের দুটি চাবির একটি তার কাছেই রয়েছে। এনবিআরের একটি টিম লকারটি জব্দ করেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, লকারটির নম্বর ১২৮। এতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লকারের ভেতরে কী রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব বলেন, ‘এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!