Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাদাপাথর লু টের মামলায় সুনীল গ্রেফতার

admin

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সাদাপাথর লু টের মামলায় সুনীল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের মামলার আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কোম্পানীগঞ্জ থানাপুলিশ অভিযান চালিয়ে সুনীল বিশ্বাস (৩১) নামের ওই আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সুনীল কোম্পানীগঞ্জের বিলাজুড় গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে।

সুনীল বিশ্বাসকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

এর আগে শনিবার দিবাগত রাতে সিলেট নগরীর কুমারপাড়ায় অভিযান চালিয়ে সাদাপাথর লুটের মামলার অন্যতম আসামী বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সাদাপাথর লুটকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ উঠলে দল থেকে তার সকল পদ স্থগিত করা হয়।

রবিবার সাহাব উদ্দিনকে আদালতে তুলে কোম্পানীগঞ্জ থানপুলিশ ৫ দিনের রিমাণ্ড চেয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!