Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাহী ঈদগাহে অভিযান, আটক ৬

admin

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
শাহী ঈদগাহে অভিযান, আটক ৬

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করে আম্বরখানা ফাঁড়ি পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর কোতোয়ালী চানপুটি সরকারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হোসেন (২২), চাদপুর জেলার চাদপুর থানার কামুড়া এলাকার আবুল কালামের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (২৪), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া (২৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার জয়নগর এলাকার সামছুল হকের ছেলে ওলি উল্লাহ (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার রাধানগর এলাকার কাউছার মিয়ার ছেলে ব্বি আহমদ (২৬) ও সিলেটের কোতোয়ালী থানার শেখ ঘাট এলাকার সুমিন আহমদের ছেলে ইয়াসিন আলী রিফাত (২৫)।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১২১, তাং-১৫/০৯/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!