Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরী থেকে অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরী থেকে অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরী থেকে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- শাহপরাণ থানাধীন পীরেরবাজার টিকরপাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে রুকন মিয়া (২৭), নগরীর শাহী ঈদগাহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে রায়হান আহমদ জিসান (৩৪), পীরমহল্লার রহমত আলীর ছেলে রবিউল আলম (২৬), খাসদবীরের মৃত শফিক মিয়ার ছেলে সোহেল আহমদ (৪৮) ও খাসদবীরের মৃত আনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা সিলেট নগরীতে বিভিন্ন কৌশলে যানবাহনের যাত্রীদের অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত। গোপন সংবাদের ভিত্তিতে কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!