
স্টাফ রিপোর্টার:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাশ রাখার হিমঘরের সামনে ছিনতাইকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে ধারালো ছোরাসহ ওই দুইজনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বরুড়া থানার দৌঘই গ্রামের কাজল মিয়ার ছেলে হৃদয় আহমদ (২৬) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভবানীপুর গ্রামের আশিকুর রহমানের ছেলে আনিছুর রহমান (২৫)। তারা দুজনই সিলেট নগরীতে অস্থায়ীভাবে বসবাস করতো।
পুলিশের মিডিয়া অফিসার জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনে মর্চুয়ারির (লাশ রাখার হিমঘর) সামনে ছোরা ধরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
মিডিয়া অফিসার জানান, আটক দুইজন চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার