Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে আখতারকে ডিম ছুঁড়ে সিলেটের মিজান আটক

admin

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে আখতারকে ডিম ছুঁড়ে সিলেটের মিজান আটক

নিউজ ডেস্ক:
যুুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম ছুঁড়ে মারার ঘটনায় মিজানুর রহমান চৌধুরী নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে সেদেশের পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে জ্যাকসন হাইটস থেকে নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে। আটক মিজানুর রহমান সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাষ্ট্র যুবলীগের প্রভাবশালী নেতা। মিজানের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম ছুঁড়ে মারার ঘটনাটি নিজে ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।’

তিনি লিখেছেন, ‘এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।’

হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে আখতার বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। অতএব, কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!