Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নারী ও পুরুষকে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:২৭ অপরাহ্ণ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে নারী ও পুরুষকে ধরলো পুলিশ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর থানাপুলিশ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন, রোজিনা আক্তার (২৯) ও মো. চান মিয়া (৪০)। দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে রোজিনা জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানে রোজিনার বসতবাড়ি থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৪০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. মনিবুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মধ্যনগর থানা এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। যেসব মাদক কারবারিরা চিহ্নিত, তাদের আইনের আওতায় আনা হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!