Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জ থানা ও ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পরিদর্শন ডিআইজি শাহ মিজান

admin

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জ থানা ও ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পরিদর্শন ডিআইজি শাহ মিজান

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ থানা, সার্কেল ও ইমিগ্রেশন পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপএম)। সোমবার এ পরিদর্শনকালে স্থানীয় সুধীজনের জন্য তিনি মতবিনিময়ও করেন।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জকিগঞ্জ থানাপ্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। বক্তৃতাকালে তিনি সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি বলেন, মাদকের সাথে কোনো আপস নয়।

এ সময় জকিগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সুধীজনদের সহযোগিতা কামনা করেন ডিআইজি।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সেবা প্রার্থীদের সাথে ভালো ব্যবহার করতে হবে- যাতে করে সেবাপ্রার্থীরা কোনো প্রকার হয়রানির শিকার না হন।

অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জকিগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের সুধীজন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন