Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ধরা পড়লো ২ কোটি টাকার চালান

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:২৩ অপরাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে ধরা পড়লো ২ কোটি টাকার চালান

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বিভিন্ন বিওপি থেকে পরিচালিত অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি কর্তৃক একযোগে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, বিদেশি মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পেঁয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পুসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল সংখ্যক টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ জব্দ করা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারী নৌকাও আটক করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের মোট মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!