Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে দিনদুপুরে পাথর পাচার : ট্রাক জব্দ

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে দিনদুপুরে পাথর পাচার : ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেটে দিনদুপুরে সাদা পাথর পাচারকালে একটি ট্রাক আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পাথরের ডাস্টের নিচে লুকিয়ে এই পাথর পাচার করা হচ্ছিলো।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার থানা বাজার এলাকা থেকে হাইড্রোলিক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪-৩৬১৭) আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, চেকপোস্ট করাকালে একটি হাইড্রোলিক ট্রাককে থামানোর জন্য সংকেত দেয়া হয়। পরে ট্রাকটিতে তল্লাসী চালিয়ে দেখা যায় পাথরের ডাস্টের নিচে লুকিয়ে কৌশলে সাদা পাথর নিয়ে যাওয়া হচ্ছিলো।

তিনি জানান, এসময় চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পাথরসহ ট্রাকটি জব্দ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!