Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীর ট্যাংকির প্লাস্টার ধসে প্রাণ গেল কর্মচারীর, অবরোধ

admin

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীর ট্যাংকির প্লাস্টার ধসে প্রাণ গেল কর্মচারীর, অবরোধ

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানির ট্যাংকির প্লাস্টার ধসে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

জানা যায়, সোমবার দুপুরে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকি এক অংশে হঠাৎ প্লাস্টারের একটি অংশ খসে পড়ে। এতে গুরুতর আহত হন হাসপাতালের এক কর্মচারী। সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমন আহমদ (৪২) নতুন বিল্ডিং এর ৩৬ ওয়ার্ড এর আউটসোর্সিং এর কর্মী ছিলো।

ঘটনার পরপরই সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তারা অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। পরে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।

অবরোধের কারণে বর্তমানে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!