Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৮ গোলের ম্যাচে নিষ্প্রভ মেসি , প্লে-অফ নিশ্চিত করল শিকাগো ফায়ার

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
৮ গোলের ম্যাচে নিষ্প্রভ মেসি , প্লে-অফ নিশ্চিত করল শিকাগো ফায়ার

স্পোর্টস ডেস্ক:
টানা ম্যাচ খেলে ক্লান্ত ইন্টার মিয়ামি এবার রক্ষা পেল না রক্ষণভাগের ভুল থেকে। মাঠে নেমেছিল প্রত্যাশা নিয়ে, কিন্তু এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে শিকাগো ফায়ারের কাছে ৫–৩ গোলে হেরে হতাশ করল নিজ দর্শকদের। ম্যাচে ৮টি গোল হলেও ছিলেন না লিওনেল মেসির ছোঁয়া—আবারও গোলশূন্য কাটালেন তিনি।

ম্যাচের শুরু থেকেই শিকাগো ফায়ার ছিল আক্রমণাত্মক। মাত্র ১১ মিনিটেই হেড থেকে এগিয়ে যায় তারা। এরপর একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয় মিয়ামির রক্ষণভাগ। মেসি ও সুয়ারেজ গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার টমাস আভিলেস গোল করে ব্যবধান কমালেও কিছুই বদলায়নি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মিয়ামি। মেসির একটি শট ফিরে আসে পোস্টে লেগে। এরপর এগিয়ে আসেন লুইস সুয়ারেজ—৫৭ ও ৭৪ মিনিটে দুটি দুর্দান্ত গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। কিন্তু শেষ দিকে আবার ছন্দ হারায় মিয়ামি। ৮০ ও ৮৩ মিনিটে পরপর দুটি গোল করে জয় নিশ্চিত করে শিকাগো ফায়ার।

এই জয়ের ফলে ২০১৭ সালের পর প্রথমবার প্লে-অফ নিশ্চিত করল শিকাগো ফায়ার। অন্যদিকে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ইন্টার মিয়ামির সামনে এখন কঠিন হিসাব। হাতে আছে আর মাত্র তিনটি ম্যাচ, পরের ম্যাচ শনিবার নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে।

গোল করেননি, করাতে পারেননি—তার একমাত্র উল্লেখযোগ্য শটটিও ফিরে আসে পোস্টে। তবে ইন্টার মিয়ামির সবচেয়ে বড় দুর্বলতা রক্ষণভাগ—লিগে সর্বোচ্চ ৭৫ গোল করেও তারা হজম করেছে ৫২ গোল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!