
স্পোর্টস ডেস্ক:
আসন্ন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তামিম ইকবাল। গতকাল রাত থেকে এমন গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। বুধবার (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহার সাবেক এই টাইগার অধিনায়ক। এ ছাড়া ঢাকার ক্লাবসহ আরও অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। তিনি বলেন, ‘আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।’
বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল
এ সময় ক্ষুব্ধ হয়ে তামিম বলেন, ‘আপনারা বলেন ফিক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।’
সাবেক এই টাইগার অধিনায়ক আরও বলেন, ‘যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা কোন দিক থেকেই মানায় না। আপনারা আমি নিশ্চিত যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা প্রত্যাহার করেছেন, তাদের নামগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোটব্যাংকও খুব শক্ত। এটা হলো আমাদের একটা প্রতিবাদ।’
তামিমের সঙ্গে আরও যারা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
তামিম বলেন, ‘আমি শুধু এটাই বলবো, যারা বোর্ডে আছেন তারা যদি এভাবেই নির্বাচন করতে চান তাহলে করতেই পারেন। জিততেই পারেন। কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার