Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বুকে গুলির চিহ্ন, সুনামগঞ্জে হাওরে ভাসছিল যুবকের লাশ

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ০১:৪০ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ০১:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
বুকে গুলির চিহ্ন, সুনামগঞ্জে হাওরে ভাসছিল যুবকের লাশ

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরের রূপনগর কান্দাবাড়ী এলাকা থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ওমর আলী (৩০), তিনি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের বাসিন্দা। মূলত নৌকায় মালামাল পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

জানা গেছে, স্থানীয়রা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাওরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। খবর পেয়ে দুপুর ১টার দিকে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজনদের দাবি, ওমর আলীর বুকে গুলির চিহ্ন রয়েছে। নিহতের ভায়রা এরশাদ মিয়া জানান, ‘ওমর আলীর বুকে গুলির চিহ্ন ছিল। তবে সে কোনো চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিল না।’

প্রসঙ্গত, রোববার রাত ১০টার দিকে মধ্যনগরের বাঙ্গালভিটা সীমান্ত এলাকায় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষ ঘটে। বিজিবির দাবি অনুযায়ী, ওই ঘটনায় গুলি ছোড়া হয়, ইট-পাটকেল ও বল্লম নিক্ষেপ করা হয়। সংঘর্ষে বিজিবির নায়েক আখিরুজ্জামান আহত হন এবং বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর বিজিবি ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। ঘটনাস্থল থেকে ৩৩টি গরু, একটি ট্রলার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, ‘নিহতের শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!