Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় গলায় দা ঠেকিয়ে ছিনতাই, যুবক গ্রেপ্তার

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ০৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ | ০৫:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় গলায় দা ঠেকিয়ে ছিনতাই, যুবক গ্রেপ্তার

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় এক নারীর গলায় দা ঠেকিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাজিম উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে উপজেলার মহদিকোনা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করেছে।

তাজিম নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজবাহাদুরপুর নয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২)। পথে তাজিম উদ্দিন মায়ারুন নেছার গলায় দা ঠেকিয়ে ভয় দেখিয়ে তার হাতে থাকা স্যামসাং গ্যালাক্সি এম-১২ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার মায়ারুন বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. অলিয়ার রহমান ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। শুক্রবার রাতে উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেন। এ সময় ছিনতাই হওয়া মোবাইলও উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!