Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মহিষ জব্দ

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ০১:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মহিষ জব্দ

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে ১৮ লক্ষ টাকার ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জৈন্তাপুর বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়। আটককৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই অভিযান পরিচালিত হয়।”

তিনি আরও জানান, জব্দকৃত মহিষগুলো কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!