Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিপদের বাংলাদেশ, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ০২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিপদের বাংলাদেশ, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি

স্টাফ রিপোর্টার:
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ক্যারিবীয়ান অধিনায়ক শাই হোপ। এই ম্যাচে নেই দর্শক উপস্থিতি। খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি।

ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হার। এছাড়া সর্বশেষ চারটি সিরিজেই হারের তেঁতো স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। কিছু দিন আগে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডেতে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর চরম সমালোচনার মুখে পড়েছে টাইগার ক্রিকেটাররা। দেশে ফেরার পর বিমানবন্দরে সমর্থকদের কাছে দুয়ো শুনতে হয়েছে নাঈম-হৃদয়-তাসকিনদের। ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে মিরপুরের গ্যালারিতে।

আগে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো হয়নি বাংলাদেশ। দলীয় ৮ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়েছে স্বাগতিকরা। সাইফ হাসান ৩ ও সৌম্য সরকার ৪ রান করে সাজঘরে ফিরে গেছেন।

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি

তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!