
কমলগঞ্জ ও শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজ্ঞাত গাড়িচাপায় মো. সিরাজ মিয়া (৬৫) নামে এক সিপিজি (কমিউনিটি পেট্রল গ্রুপ) সদস্য নিহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে বা ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ভোর রাতে কিংবা সকালে কোনো একসময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে সড়কে ফেলে যায়। বুধবার (২২ অক্টোবর) ভোররাত অথবা সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার বাসিন্দা এবং লাউয়াছড়া কমিউনিটি পেট্রল গ্রুপ (সিপিজি)-এর সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লাউয়াছড়ার বনের চারপাশের গ্রামগুলো নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘ভিলেজ কনজারভেশন ফোরাম’ (ভিসিসি) বা গ্রাম সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মো. সামছুল হক।
তিনি নিহতের ছেলে, সিএমসি’র অফিস বয় বাবুল মিয়ার বরাত দিয়ে জানান, ভোরে বা সকালে দায়িত্ব পালন অবস্থায় কিংবা ডিউটি শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত যানবাহন সিরাজ মিয়াকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মো. সামছুল হক বলেন, “ঘাতক গাড়িটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিহত সিরাজ মিয়ার অসহায় পরিবারকে প্রশাসনিকভাবে সহযোগিতা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”
এদিকে দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ডিউটি অফিসার শাহনাজ পারভীন।
অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার