Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে

স্টাফ রিপোর্টার:
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর দাবিতে দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ২৩ অক্টোবর তৃতীয় দিনের শুনানিতে ইন্টারভেনর হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। দ্বিতীয় দিনের শুনানিতে গত ২২ অক্টোবর রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। ২১ অক্টোবর শুরু হয় প্রথম দিনের শুনানি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন শোনার পর ২৭ আগস্ট আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। এরপর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন আপিল করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজন করা হয় ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। ২০০৪ সালে হাইকোর্ট এটিকে বৈধ ঘোষণা করলেও ২০১১ সালে আপিল বিভাগ সংশোধনী বাতিল করে দেয়। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!