Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট ও মোটরসাইকেল জব্দ

admin

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ০৩:৪৫ অপরাহ্ণ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ | ০৩:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট ও মোটরসাইকেল জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২৯ অক্টোবর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী পূর্ববাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৬০ প্যাকেট ভারতীয় সিগারেট ও একটি মোটরসাইকেল জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি জানান, গত ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলমান অভিযানে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এতে ৭ হাজার ৭২৬ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ২ হাজার ৩৫৫ প্যাকেট ভারতীয় সিগারেট, ২ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল ও ১টি গরু আটক করা হয়েছে। এসব পণ্যের মোট সিজারমূল্য ১০ লাখ ২৩ হাজার ৩০০ টাকা বলে তিনি জানান।

অধিনায়ক আরও বলেন, ৪৬ বিজিবি ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের সদস্যরা। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!