স্টাফ রিপোর্টার:
পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ও সিলেট মহানগরীর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক করা হয়েছে। আর সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের শাহ মিজান শফিউর রহমান।
বদলি হওয়া অন্য কর্মকর্তারা হলেন- পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট মহা আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান ভুইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগরীর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে, রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে পুলিশ অধিদপ্তরে ও ট্যুরিস্ট পুলিশের উপমহাপরিদর্শক মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার