
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। নানা জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে এবার সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তিনি মহিলা দলের কয়েকজনকে নিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও মোনাজাত করার মধ্যদিয়ে প্রচারণা শুরু করেন।
সম্প্রতি পদপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির সিলেট-২ আসনে দলের প্রার্থী হতে চেয়েছিলেন। দলটির একটি পক্ষ কবিরের সাথে প্রচারণা চালালেও লুনার লুনার সমর্থকরা তা মেনে নেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বিশ্বনাথে কয়েকদফা সংঘর্ষের ঘটনাও ঘটে।
তবে শেষ পর্যন্ত মনোনয়নে ভাগ বসিয়ে নিলেন লুনা।
সিলেট-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার স্ত্রী তাহসীনা রুশদী লুনা গত কয়েকটি জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
সেই সাথে তৃণমূল নেতাকর্মীদের কাছে খুবই আস্থাভাজন ছিলেন তিনি। দলের আন্দোলন সংগ্রামেও তার ভূমিকা থাকার পাশাপাশি দুর্দিনে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। সেই জন্য তার জনপ্রিয়তা অনেকটাই তুঙ্গে ছিলো বলে মনে করেন নেতাকর্মীরা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার