Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের ২ জেলায় দ্রুত ছড়াচ্ছে যে ভাইরাস

admin

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ০২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ | ০২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের ২ জেলায় দ্রুত ছড়াচ্ছে যে ভাইরাস

স্টাফ রিপোর্টার:
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১১ দিনে প্রায় ৭২ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭২ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে। ২৪ ঘন্টার মধ্যে সুনামগঞ্জে এবং মৌলভীবাজারে কোন ডেঙ্গু রোগী সনাক্ত নেই।

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৬৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৫৩ জন এবং হবিগঞ্জে ২১০ জন রোগী সনাক্ত হয়েছেন। এ বছর সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগী গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৮ জন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!