Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে এবার নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ০২:৩১ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ০২:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে এবার নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফের সরব হলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে সংগঠনটির ব্যানারে আকস্মিক বিক্ষোভ মিছিল করে ১০-১৫ জন নেতা-কর্মী। হঠাৎ করেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘অবৈধ ট্রাইবুনাল মানি না, মানবো না’-এই স্লোগানে বাজার মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলের নেতৃত্ব দেন জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ। কয়েক মিনিটের মধ্যে মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে। মিছিলের ভিডিও নিষিদ্ধ সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরুজ্জীবনের ইঙ্গিত বহন করছে।
একটি সূত্র জানিয়েছে, প্রভাবশালী মহলের আশ্বাসেই ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিলে অংশ নেন।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘ভোরের দিকে সবাই যখন ঘুমে ছিল, তখনই ছাত্রলীগের ব্যানারে কয়েকজন হঠাৎ বাজারে মিছিল করে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, তবে কাউকে পাইনি। তারা গাড়িযোগে এসে কয়েক মিনিটের মধ্যেই চলে যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!