Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল ও ফেনীতে দুই বাসে আগুন

admin

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
টাঙ্গাইল ও ফেনীতে দুই বাসে আগুন

স্টাফ রিপোর্টার:
দেশের দুই জেলায় আলাদা ঘটনায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতের ভিন্ন সময়ে টাঙ্গাইলের বাসাইলে এবং ফেনীর মহিপালে এসব ঘটনা ঘটে।

টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় রাত ১২টার দিকে পাবনাগামী ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনার কারণে ওই এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। এর মধ্যেই হঠাৎ বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, চালক ও হেলপার জানিয়েছেন, বাসের পেছনে একটি শব্দ শোনার পরপরই আগুন ধরে যায়। পরে সবাই দ্রুত নেমে পড়ে নিরাপদে চলে যায়।

ফেনী
অন্যদিকে, ফেনী-চট্টগ্রাম সড়কের মহিপালে রাত ৯টা ৫০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা রনি-রানা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ভেতরের সামনের অংশ পুড়ে যায়, তবে কেউ আহত হয়নি।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরে সামনের অংশ পুড়ে গেছে। এটি নাশকতা হতে পারে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!