
স্টাফ রিপোর্টার:
সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০২ লিটার চোলাই মদসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট লাক্কাতুরা চা বাগান (রাজার বাড়ি) এলাকার সুবল দাসের ছেলে রবি দাস (৩২), লাক্কাতুরা চা বাগান (রাজার বাড়ি) এলাকার ইরেশ দাসের ছেলে খোকন দাস(৪০), তারাপুর চা বাগান (বাদাম উড়া) এলাকার মৃত শিবচরন রাজগড়ের ছেলে সাজন রাজগড় (২৩), বাবুলাল মোদির ছেলে নয়ন মোদি (৩৫) ও জালালাবাদ থানাধীন গোয়া বাড়ী (খড়ের পাড়া রোড) এলাকার জহিরুল ইসলামের ছেলে আ. রউফ (২৩)।
পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার অধীনস্থ আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মালনীছড়া চা বাগানের চিতলমাটি এলাকায় জনৈক রুবেল মোল্লার ঘরের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ ওই পাঁচজনকে আটক করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং- , তাং-১২/১১/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার