ক্রীড়া ডেস্ক:
এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচের দিন ভাড়া করা বিমানে মোস্তাফিজুর রহমানকে উড়িয়ে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। এরপর যা হচ্ছে তা প্রহসন। সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লির প্রচারণায় বাংলাদেশি পেসারের সরব উপস্থিতি থাকলেও প্রথম তিন ম্যাচের একটিতেও মোস্তফিজকে খেলায়নি দিল্লি।
শনিবার আসামের গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে দিল্লির একাদশে তিনটি পরিবর্তন এলেও সুযোগ মেলেনি কাটার মাস্টারের। মোস্তাফিজবিহীন দিল্লি পেয়েছে হ্যাটট্রিক হারের তেতো স্বাদ। দিল্লিকে অনায়াসে ৫৭ রানে হারিয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নেয় রাজস্থান।
দুই ওপেনার জস বাটলার (৫১ বলে ৭৯) ও জয়েসওয়ালের (৩১ বলে ৬০) ঝড়ো ফিফটিতে চার উইকেটে ১৯৯ রান তুলেছিল রাজস্থান। শেষদিকে শিমরন হেটমায়ার খেলেন ২১ বলে ৩৯* রানের ক্যামিও ইনিংস। মোস্তাফিজকে বসিয়ে রেখে বিদেশি কোটায় যে পেসারকে খেলাচ্ছে দিল্লি, সেই আনরিখ নরিয়ে চার ওভারে সর্বোচ্চ ৪৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
জবাবে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (৫৫ বলে ৬৫) ফিফটির পরও ধুঁকতে ধুঁকতে নয় উইকেটে ১৪২ রানে থামে দিল্লি। ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল নেন তিনটি করে উইকেট। দলকে জেতাতে না পারলেও ফিফটির পথে কাল আইপিএলে দ্রুততম ছয় হাজার রানের রেকর্ড (১৬৫ ম্যাচে) গড়েন ওয়ার্নার।
দিনের অপর ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে (১৫৭/৮) সাত উইকেটে হারায় এমএস ধোনির চেন্নাই সুপার কিংস (১৫৯/৩)।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার