
স্টাফ রিপোর্টার:
গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ।
রায় ঘোষণাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘শুধু রাজধানীতেই ডিএমপির ১৫ হাজার সদস্য কাজ করছেন। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে।’ তিনি নগরবাসীকে ‘নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানান।
এদিকে, মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপর দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।
উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সেদিনই রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার