Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনছেন

admin

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনছেন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় পড়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার একমাত্র আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি উপস্থিত রয়েছেন আদালত কক্ষে।

রায় ঘোষণার সময় আদালত কক্ষে তাকে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনতে দেখা গেছে। এদিন সকালে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়।

এই মুহূর্তে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার রায় পড়ছেন। তিনি বলেছেন এই রায় ৪৫৩ পৃষ্ঠার এবং ছয় ভাগে রায় ঘোষণা হবে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।

আন্তর্জাতিক অপরাধ আদালতে উপস্থিত আছেন জুলাই-অগাস্টের আন্দোলনে নিহত কয়েকজনের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন।

আদালতের উপস্থিত আছেন- নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামছি আরা জামান, মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এছাড়াও আছেন জুলাই-অগাস্টে আহতের কয়েকজন।

আদালতে আছেন জুলাই-আগস্টের আন্দোলনকারীরা, আছেন ডাকসুর ভিপি ও জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম আবিদ ও শেখ তানভীর বারী হামিম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!