Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোথাও কোনো মিষ্টি নেই: আসিফ মাহমুদ

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
কোথাও কোনো মিষ্টি নেই: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক :
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই রাজধানীসহ দেশজুড়ে মিষ্টি বিতরণের খবর পাওয়া যাচ্ছে। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ফেসবুকে পোস্ট করেছেন— ‘কোথাও কোনো মিষ্টি নেই।’

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়ার পর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের ঘটনার পরিপ্রেক্ষিতেই আসিফ মাহমুদের ওই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!