Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার অবৈধ কাঠবোঝাই ট্রাক জব্দ করেছে বিজিবি, আটক ২

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ০১:৫৫ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ০১:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার অবৈধ কাঠবোঝাই ট্রাক জব্দ করেছে বিজিবি, আটক ২

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারে অবৈধ কাঠ পরিবহনের অভিযোগে একটি ট্রাক জব্দসহ দু’জনকে আটক করেছে বিজিবি।

জানা যায়, বিজিবি -৫২’র বড়গ্রাম বিওপির একটি টহল দল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলেট- বিয়ানীবাজার সড়কের দুবাগ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ কাঠ বোঝাই দেশে আসা কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করেন তারা। ট্রাকের সাথে থাকা দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, ভারতীয় কাঠ সন্দেহে এগুলো আটক করা হয়েছে। কারণ কাঠ পরিবহনের সময় আটককৃতরা কোন কাগজপত্র দেখাতে পারেনি।
আটক করা কাঠের বাজার মূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার ৬শ’ টাকা। আটককৃতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাসকন্দর গ্রামের মো: আব্দুর রহীম (৪২) ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার মো: খোকন (৪০)।

৫২-বিজিবির বিয়ানীবাজরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!