Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারের সেলিম ঢাকায় গ্রেপ্তার, পুলিশ রিমান্ডে

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ০২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারের সেলিম ঢাকায় গ্রেপ্তার, পুলিশ রিমান্ডে

স্টাফ রিপোর্টার:
দলীয় বৈঠক থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে অপর সাত জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গতকাল সেলিম উদ্দিনসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়।

এ সময় সেলিমের ১০ দিন এবং অপর সাত আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত আসামির পাঁচদিন এবং অপর সাতজনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- জামায়াতের মহানগর মজলিসের শূরা সদস্য আবুল বাশার, কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সমর্থক আনোয়ারুল হক, শিব্বির আহমেদ, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম ও আব্দুল হাকিম সরকার। এর আগে গত শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সিলেটের বিয়ানীবাজারের মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা পুলিশ গ্রেফতার করে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন