Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে আগামীকাল

admin

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ০১:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ | ০১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে আগামীকাল

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র আগামীকাল (২০ নভেম্বর) মুক্তি পাচ্ছে।

তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরতে তথ্যচিত্রটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত এবং স্টুডিও ডিসকাশন অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তথ্যচিত্র বাংলাদেশ সময় রাত ১২টার পর অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

তথ্যচিত্রটিতে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবি, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীত শিল্পীসহ বিভিন্ন অঙ্গণের প্রখ্যাত ব্যক্তিরা তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানামুখী ভাবনা ও ধারনার ওপর গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথাও বলা হয়েছে।

তথ্যচিত্রটি মূলত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত হলেও এতে তার রাজনীতি, অতীতের সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যত পরিকল্পনা এবং দেশের জন্য তার ভাবনার ওপর মানুষের মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের বরেণ্য বেশ কিছু সাংবাদিক তথ্যচিত্রটির সঙ্গে যুক্ত আছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!