অনলাইন ডেস্ক :
ফ্রান্সের মার্সেই নগরীতে একটি বিস্ফোরণের পর দুইটি আবাসিক ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে ১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা এ খবর জানান। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।
বিস্ফোরণের ধাক্কায় ভবন দুটি ধসে পড়ে সেগুলোতে আগুন ধরে যায়। আগুনের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লেগে গেছে।
ভবনের ধ্বংসস্তুপের নিচে চার থেকে ১০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের।
ধ্বংসস্তুপ থেকে উদ্ধার পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত গুরুতর হলেও জীবননাশের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো ছয়জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তারা মূলত আতঙ্কগ্রস্ত ছিলেন।
তৃতীয় আরেকটি ভবন আংশিক ধসে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। ওই এলাকায় আরো প্রায় ৩০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
যে ভবন দুটো ধসে পড়েছে সেগুলোর কাঠামোতে কোনো ধরনের সমস্যা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাহমানা। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার