Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে প্রথম শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিপিএলে প্রথম শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক :
বিপিএলে প্রথম শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে মুখোমুখি সিলেট বনাম গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপাজয়ী অধিনায়ক ইমরুল কায়েস।

বিপিএল শিরোপা জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি মাঠে নামবেন নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে পঞ্চম ট্রফির আশায়। ইমরুলের চাওয়া থাকবে তৃতীয় ট্রফি জিতে মাশরাফির আরেকটু কাছে যাওয়ার।

মাশরাফির নেতৃত্বে বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর কুমিল্লার পরে রংপুরকেও শিরোপা উপহার দেন মাশরাফি। এবার তার অধিনায়কত্বে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপার নিশ্চিত করতে চায় সিলেট।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন