Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘সব উদ্যোগই ফখরুলদের কাছে ফাঁদ মনে হয়’

admin

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
‘সব উদ্যোগই ফখরুলদের কাছে ফাঁদ মনে হয়’

চাঁদপুর প্রতিনিধি:
সুস্থ স্বাভাবিক রাজনীতির ধারায় নেই বলেই ফখরুলরা সবকিছুতে ফাঁদ দেখেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘আওয়ামী লীগের ফাঁদ’ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় দীপু মনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফখরুলদের কাছে যেকোনো কিছুই ফাঁদ মনে হয়। তার কারণে হচ্ছে ওনারা সুস্থ ও স্বাভাবিক রাজনীতির ধারায় নেই। ওনারা সাবার জন্য সারাজীবন ফাঁদ পেতে পেতে এখন ওনারা যেকোনো জায়গায় যা কিছু দেখে সব শুভ উদ্যোগকে ফাঁদ মনে করেন। ওনাদের চিন্তাটা এখন একটা বিকৃত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের একটা সদিচ্ছা সময় মত নির্বাচন করা। সেটাকেও তারা ফাঁদ হিসেবে দেখছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র হেলাল হোসাইনসহ ছাত্রলীগের নেতারা।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন