Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আদালত চত্বর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, সেই তরুণী গ্রেপ্তার

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫২ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
আদালত চত্বর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, সেই তরুণী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার আদালত চত্বর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ তোলা সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গণধর্ষণে অভিযোগে করা বহুল আলোচিত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি গোলাম কবির। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার তার বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুনা আক্তার (২৫) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

ঈদগাঁও থানার ওসি গোলাম কবির জানান, ওই তরুণীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বসতবাড়ি থেকে রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বর হতে তুলে নিয়ে নির্যাতনের পর গণধর্ষণের অভিযোগে ফিরোজ আহমদ, শরীফ কোম্পানী, ফিরোজের মামাতো ভাই রাশেদ উদ্দিনসহ ৫-৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন রুনা আক্তার। মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ার পর অভিযুক্তদের একজন রাশেল উদ্দিন সংক্ষুব্ধ হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন