Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট রমজানে হোটেলে অসামাজিক কার্যকলাপ, বিয়ানীবাজারের ৩ যুবক সহ গ্রেফতার ৬

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ০২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ০২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট রমজানে হোটেলে অসামাজিক কার্যকলাপ, বিয়ানীবাজারের ৩ যুবক সহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার:
মাহে রমজানেও সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধের অভিযানে নগরীর শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন আবাসিক হোটেলে বসে মাদক সেবনকালে ৫ যুবক ও হোটেল ম্যানেজারকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে দরগা বাজার এলাকার নিউ জালালি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের বিয়ানীবাজারের পাতন গ্রামের আইনুল মিয়ার ছেলে ইজ্জল (২৪), একই উপজেলার নয়াগ্রামের হরিদাসের ছেলে লিটন দাস (২৫), মোল্লাপুর গ্রামের লতিফ মিয়ার ছেলে আফজল (৩০), গোলাপগঞ্জের চন্দনপুর গ্রামের নরজুল মিয়ার ছেলে রফিক (২৮), নগরের কাজীটুলার আক্তার হোসেনের ছেলে আশফাক (৩১) ও জকিগঞ্জ থানার মকদ্দস আলীর ছেলে নিউ জালালি হোটেলের ম্যানাজার রিপন মিয়া।

সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দরগা বাজারের নিউ জালালি হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদক জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন