Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের পরদিন কিশোরের লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
নিখোঁজের পরদিন কিশোরের লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি থেকে মাহিন মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শ্রীমঙ্গলের সাইটুলা গ্রামের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাহিন মিয়া ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। আগের দিন নিখোঁজ হয়েছিলো সে।

জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

পরদিন সন্ধ্যায় ফসলি জমিতে একটি মরদেহ পড়ে রয়েছে এমন খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন