Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উপশহরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
উপশহরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর উপশহরে ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপশহরের জি ব্লক থেকে দুই হাজার একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক কারবারি দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ (৩১) সিলেট জেলার জালালাবাদ থানার টুকেরবাজারের পূর্বদশা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার (২৪ এপ্রিল) রাত দশটার দিকে শাহজালাল উপশহর জি ব্লকে প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে গিয়ে ইয়াবা বিক্রিকালে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় দুলালের কাছ থেকে দুই হাজার একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে পাইকারী দরে ক্রয় করে সিলেটের বিভিন্নস্থানে বিক্রি করে।

তার বিরুদ্ধে এসএমপি শাহপরান (রহঃ) থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন