Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে অগ্নিকান্ডে ৬টি ঘর পুঁড়ে ছাই

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ০৬:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ০৬:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে অগ্নিকান্ডে ৬টি ঘর পুঁড়ে ছাই

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় ৬টি ঘর পুঁড়ে ছাই হয়েছে। সোমবার রাতে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আরিজখা টিলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ গ্রামের সুনাম উদ্দিন, জালাল উদ্দিন, রমিম উদ্দিন ও ইসলাম উদ্দিনের বসতঘরে আগুন লাগে। তারা পরস্পর সহোদর এবং একই বসতবাড়ির। অগ্নিকান্ডে বসতঘরের ভিতরে থাকা সবকিছু পুঁড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক অনুপ কুমার সিংহ জানান, ১ঘন্টা ৫০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কি কারনে আগুনের সূত্রপাত তা এখনি বলা যাচ্ছেনা বলে তিনি উল্লেখ করেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন