Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুক্তি নবায়নে পিএসজিকে যে শর্ত দিলেন মেসি

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
চুক্তি নবায়নে পিএসজিকে যে শর্ত দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক:
মেসি নাকি পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, এমন কথাই এত দিন ধরে শোনা যাচ্ছে। আরও কিছু ব্যাপারে পিএসজির সঙ্গে মেসির মিলছে না। সে কারণেই চুক্তির ব্যাপারটি এগোচ্ছে না। এদিকে ফরাসি পত্রিকা লা পেরিসিয়েন জানাচ্ছে, নতুন চুক্তিতে মেসি যে বেতন চেয়েছেন, সেটিই নাকি দিতে চাচ্ছে না পিএসজি।

লা পেরিসিয়েন জানাচ্ছে, গতকাল মেসির বাবা হোর্হে মেসি, যিনি ছেলের এজেন্ট হিসেবে কাজ করেন, পিএসজিকে জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপ জয়ের ব্যাপারটি নতুন চুক্তির সময় মাথায় নেওয়া উচিত। বিশ্বকাপজয়ী মেসির জন্য তিনি বেতন বাড়ানোর কথাই বলেছেন।

এদিকে পিএসজি মেসির বেতন বাড়াতে চায় না। গত দুই মৌসুমে যে বেতনে মেসি খেলেছেন, তারা রাখতে চায় সেটিই। পত্রিকাটি জানিয়েছে, ঠিক এই জায়গাতেই আটকে আছে পিএসজি ও মেসির চুক্তি নবায়নের সব আলোচনা।

এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের অকল্পনীয় এক প্রস্তাব দিয়েছে মেসিকে। যেটি গ্রহণ করলে অনায়াসেই মেসি পরিণত হবেন খেলাধুলার ইতিহাসেরই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদে। হোর্হে মেসি এই মুহূর্তে পিএসজির সঙ্গে আল–হিলালের চুক্তিকেই দর–কষাকষির অনুষঙ্গ বানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন