Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৩

admin

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
পর্তুগালে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৩

স্টাফ রিপোর্টার:
ইউরোপের দেশ পর্তুগালের দক্ষিণাঞ্চলের সেতুবাল শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

রবিবার দেশটির রাজধানী লিসবন থেকে ৪৫ কিলোমিটার দূরের সেতুবালের এই ঘটনায় বন্দুকধারীও আত্মহত্যা করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পর্তুগাল সংস্করণের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেতুবালের পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা ঘটনাস্থলে চারটি মৃতদেহ পেয়েছেন। গুলিতে তাদের প্রাণহানি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

তবে কি কারণে এই গুলির ঘটনা ঘটেছে সেব্ষিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। ফ্রেয়ার বলেছেন, পুলিশের ফৌজদারি মামলা সংক্রান্ত তদন্ত সংস্থা পিজে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

সিএনএন পর্তুগাল বলছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেতুবালের বাইরো আজুল নামের এক পল্লীতে গুলির ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারী নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন