Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

admin

প্রকাশ: ০১ মে ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ০১ মে ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

স্টাফ রিপোর্টার:
পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। রোববার দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, মানববন্ধন করে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তারা ইতোপূর্বে দাবি জানিয়েছেন। এ অবস্থায় তারা ৩ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের জন্য বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। তবে ৩ মে এসএসসি পরীক্ষা থাকায় ৪ মে থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সহ সভাপতি মো. আনোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন